কুরবানীপ্রশ্নোত্তর
প্রশ্ন: কুরবানির পশু কে জবাই করা উত্তম?
উত্তর: রাসুল ﷺ নিজ হাতে কুরবানির পশু জবাই করেছেন৷
হাদিসে এসেছে, রাসূল ﷺ ঈদের নামায আদায় করতেন৷ নামায আদায়ের পরপরই তাঁর কাছে কুরবানির পশু নিয়ে আসা হতো৷ তিনি নিজ হাতে পশু জবাই করতেন আর বলতেন-
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي. (رواه أبو داود: 2810)
বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটা আমার পক্ষ থেকে এবং আমার যে সকল উম্মত কুরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে৷ (আবু দাউদ: ২৮১০)
অন্যকে দিয়ে জবাই করাতে পারতেন৷ সাহাবায়ে কেরাম তো সারাক্ষণই প্রস্তুত থাকতেন রাসুলের পাশে৷ কিন্তু তিনি নিজে জবাই করেছেন৷
অক্ষম হলে ভিন্ন কথা৷ কিন্তু নিজ হাতে জবাই করাই হলো আসল সুন্নাহ৷
উত্তর প্রদানে:
মুফতি জিয়াউর রহমান
নির্বাহি পরিচালক: ইসলামিক ফিকহ ইনস্টিটিউট, সিলেট